ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, মে ৬, ২০১৭
যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

ঢাকা: নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরকে নিয়ে একটি পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তম যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন।

শনিবার (০৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা যশোরের নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরকে নিয়ে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি এবং মাগুরাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে সংযুক্তির প্রতিবাদ জানান।

তারা বলেন, বিভাগীয় অনেক অফিস বর্তমানে যশোরে রয়েছে।

খুলনা বিভাগের মধ্যবর্তী স্থান হিসেবে যশোর থেকে দেশের যেকোনো দূরত্বে দ্রুত যাতায়াত করা যায়। বেনাপোল বন্দর থেকে বছরে তিন হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার। যেটা বিভাগ হওয়ার যোগ্য।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, ইতোমধ্য ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ করতে যাচ্ছে সরকার। আমার সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তবে মগুরাকে ফরিদপুর বিভাগে যুক্ত করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি।

বৃহত্তম যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সাবেক সংসদ অ্যাডভোকেট খান টিপু সুলতানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসটি/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।