ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষতিগ্রস্ত হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
ক্ষতিগ্রস্ত হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি ক্ষতিগ্রস্ত হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি-ছবি: বাংলানিউজ

ঢাকা: হাওর অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি নামে একটি সংগঠন।

শনিবার (০৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি জেলার নিন্মাঞ্চল মৎস্য ও ধান উৎপাদনের ঊর্বর এলাকা হিসেবে খ্যাত।

হাওরের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা শুধু উৎপাদন করে না, সারাদেশের চাহিদা মেটায়। সম্প্রতি অকাল বন্যায় হাওরের হাজার হাজার হেক্টর ধানের ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে যায়, যা জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি জানাচ্ছি।

সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, এর আগেও বিভিন্ন দুর্যোগ হয়েছে তবে এবার যে দুর্যোগ হয়েছে বিগত ৩৫ বছরেও এমন হয়নি। ৯০ শতাংশ ফসল নষ্ট হয়ে গেছে, যার ঘরে ৫০০ মণ ধান ছিল তার ঘরে ৫ মণ ধানও নেই। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি কোনো পদক্ষেপ দেখছি না।

তাই সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বারাবর আহ্বান জানাচ্ছি।

সংগঠনটির সভাপতি মশিউর মেজবাহ বলেন, আমাদের এ হাওর অঞ্চলের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করে দুর্যোগকবলিত এলাকার মানুষের পাশে সরকারের দাঁড়ানো উচিত। পাশাপাশি বেসরকারি সংস্থারও বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত।

আয়োজক কমিটির সভাপতি মশিউর মেজবাহর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলার উন্নয়ন ও কল্যাণ সমিতির সদস্য আব্দুল হামিদ, আব্দুল মালেকসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসটি/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।