শনিবার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় করপোরেশনের নগর ভবনে মেয়রের দুই বছর পূর্তি উপলক্ষে ‘এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাঈদ খোকন বলেন, নাগরীকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ফুটপাতে চলাচলের জন্য গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। নানাবিধ হুমকি-ধামকি, প্রতিরোধ এসেছে। কোনো চাপের কাছে নতি স্বীকার করি নি। কর্মদিবসে অফিস আওয়ারের পর হকারদের ফুটপাতে বসার অনুমতি দেওয়ার জন্য সপ্তাহের নির্দিষ্ট দিন দিলকুশা, নবাবপুর রোড, মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন স্থান সেগুনবাগিচা ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ৫টি হলিডে মার্কেট চালু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, সচিব খান মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসএম/জেডএস