শনিবার (০৬ মে) সকালে রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্তোষ চন্দ্র সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলারচওড়া কদমতলায় এলাকার কালীদাস চন্দ্রের ছেলে।
এরআগে, বুধবার (০৩ মে) রাতে আইপিএল ক্রিকেট খেলায় বাজি ধরার টাকার লেনদেন নিয়ে ওই গ্রামের নুরুজ্জামানের সঙ্গে সংঘর্ষ হলে সন্তোষ চন্দ্র গুরুতর আহত হন।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, চলমান আইপিএল খেলার সময় সন্তোষ চন্দ্রের সঙ্গে বাজি ধরে নুরুজ্জামান। সন্তোষ বাজিতে হেরে গেলে টাকা পরিশোধ না করায় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে দুই জনের হাতাহাতি হলে নুরুজ্জামানের আঘাতে সন্তোষ চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই সন্তোষ চন্দ্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (০৬ মে) সকালে সন্তোষ চন্দ্র মারা যান।
মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া বাংলানিউজকে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষ চন্দ্রের মরদেহ ময়নাতদন্ত শেষে বিকেলে তার বাড়িতে নিয়ে আসা হবে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ০৬, ২০১৭ আপডেট: ১৩৫৪ ঘণ্টা
এনটি/আরএ