শনিবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় প্রত্যাশী গ্রামের বার্মন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। রুমা ওই বাড়ির মো. রোবেল গাজীর মেয়ে এবং সুবর্ণা সুমন গাজীর মেয়ে।
সাবেক স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বাংলানিউজকে বলেন, সকালে রুমার নানা হান্নান গাজী পুকুরে মাছ ধরতে গেলে পিছু নেয় রুমা ও সুবর্ণা। নানা মাছ ধরায় ব্যস্ত ছিলেন। এসময় পাড়ে পরস্পরকে জড়িয়ে ধরে বসে থাকা রুমা ও সুবর্ণা একই সঙ্গে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আসিবুল আহসান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ