ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ৬, ২০১৭
ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর এলাকায় পুকুরের পানিতে ডুবে রুমা (৪) ও সুবর্ণা (৪) নামে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় প্রত্যাশী গ্রামের বার্মন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। রুম‍া ওই বাড়ির মো. রোবেল গাজীর মেয়ে এবং সুবর্ণা সুমন গাজীর মেয়ে।

সাবেক স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বাংলানিউজকে বলেন, সকালে রুমার নানা হান্নান গাজী পুকুরে মাছ ধরতে গেলে পিছু নেয় রুমা ও সুবর্ণা। নানা মাছ ধরায় ব্যস্ত ছিলেন। এসময় পাড়ে পরস্পরকে জড়িয়ে ধরে বসে থাকা রুমা ও সুবর্ণা একই সঙ্গে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক  আসিবুল আহসান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।