শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে ভোলা সদর হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে ধারালো দায়ের আঘাতে গুরুতর আহত হন মফিজুল।
নিহত মফিজুল উপজেলার বদরপুর ইউনিয়নের চর চিটিয়া গ্রামের বাসিন্দা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে চরচিটিয়া গ্রামের শাজাহান মিয়ার ধান খেতে মফিজুল মিয়ার হাঁস ঢুকে ফসল নষ্ট করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে মফিজুল গুরুতর আহত হন। তাকে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ