ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

স্বামীকে জেল থেকে বের করার আশ্বাসে স্ত্রীকে গণধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মে ৬, ২০১৭
স্বামীকে জেল থেকে বের করার আশ্বাসে স্ত্রীকে গণধর্ষণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কারাবন্দি এক যুবককে জামিনে ছাড়িয়ে আনার প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে (২৩) গণধর্ষণের অভিযোগ উঠেছে বন্ধু ও সহযোগীদের বিরুদ্ধে। ওই সময়ে ধর্ষণকারীরা তরুণীকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (০৬ মে) সকালে এ ঘটনায় তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, অভিযোগকারী তরুণীর বাড়ি ফতুল্লার মাসদাইর বেকারি মোড় এলাকায়।

সে নারায়ণগঞ্জ শহরের একটি হোসিয়ারি কারখানায় কাজ করে। তার স্বামী একটি মামলায় বেশ কয়েকদিন ধরে কারাগারে রয়েছে।  

গত ৪ মে (বৃহস্পতিবার) রাতে তরুণীকে তার স্বামীর বন্ধু ইমরান ফোন করে কথোপকথনের এক পর্যায়ে কারাগার থেকে ছাড়িয়ে আনার সহযোগিতা করার কথা বলে তার বাড়িতে যেতে বলে। পরে তরুণী কাজ শেষ করে রাত ৯টায় একই এলাকা তথা মাসদাইর বেকারি মোড় এলাকায় ইমরানের বাড়িতে যায়। তখন সেখানে থাকা ইমরানসহ আরো কয়েকজন মিলে একটি কক্ষে আটকে রেখে ওই তরুণীকে গণধর্ষণ করে।  

বাধা দিলে তারা তরুণীকে মারধর করে গুরুতর আহত করে। পরে ফোন পেয়ে তরুণীর বাবা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

ওসি আরো জানান, মামলায় ইমরানের নাম উল্লেখসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ০৬, ২০১৭ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।