ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মে ৬, ২০১৭
সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার ভাই দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ মে) সকালে সদর উপজেলার সরদারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুর রশিদ, আব্দুল আলিম, হারুন ও আব্দুল ওয়াহিদ।

তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাবুল মিয়া বাংলানিউজকে জানান, সকালে সরদারপুর গ্রামে নিজ বাড়িতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার পরিষ্কার করছিলেন রশিদ। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে তার চিৎকার শুনে ভাই আলিম, হারুন ও ওয়াহিদ এগিয়ে আসেন। পরে ভাইকে উদ্ধার করতে গিয়ে তারাও দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।