শনিবার (০৬ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ওলামা লীগের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বার বার বলার পরেও সুপ্রিম কোর্টের সামনে থেকে প্রধান বিচারপতি কেন গ্রিক মূর্তি অপসারণ করছে না এ নিয়ে প্রশ্ন আছে।
তারা বলেন, হেফাজতের নাম দিয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাঠ্যপুস্তকে সংশোধিত প্রবন্ধ, কবিতা প্রত্যাহার মেনে নেওয়া হবে না।
শিক্ষাবিদ নামধারী নাস্তিকদের সরকার বিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
সারাদেশে ৫৬০টি মসজিদ তৈরির প্রকল্প নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, মসজিদগুলো যাতে সন্ত্রাসী সংগঠন আইএস’র উদ্ভাবক ওহাবী-সালাফী মতবাদের কেন্দ্র না হয় সেদিকেও প্রধানমন্ত্রীকে দৃষ্টি রাখতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী।
এসময় বক্তব্য রাখেন মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসটি/আরআর/এসএইচ