ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পরিত্যক্ত গুলি-গ্রেনেড উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মে ৬, ২০১৭
মেহেরপুরে পরিত্যক্ত গুলি-গ্রেনেড উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত গুলি-গ্রেনেড উদ্ধার-ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় পাকিস্তান আমলের ৬২ রাউন্ড গুলি, গ্রেনেড ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ মে) ভোরে উপজেলার আমঝুপি ঠাকুরপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, ভোরে এরশাদ তার বাড়ির পেছনে একটি গর্ত খোঁড়ার সময় গুলিগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬২ রাউন্ড পাকিস্তান আমলের গুলি, গ্রেনেড ও হেলমেট উদ্ধার করে।

পুলিশ সুপার আনিছুর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলমেট, গ্রেনেড ও গুলিগুলো যুদ্ধের সময়ের।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।