শুক্রবার (৬ মে) শেষ রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
শনিবার দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভুঁইয়া হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার কথা নিশ্চিত করে জানান, সোহেল টেংগারচর গ্রামের মো. নাছিরের ছেলে। তিনি পেশায় একজন ডিস মিস্ত্রি।
হেদায়াতুল ইসলাম ভুঁইয়া বাংলানিউজকে জানান, টহল পুলিশ সোহেলকে খাড়াকান্দি গ্রামের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ