শনিবার (০৬ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। রাসেল রায়গঞ্জ উপজেলার ধানগড়া গুচ্ছগ্রাম এলাকার সরোয়ার্দীর ছেলে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ বাংলানিউজকে জানান, রাসেল ও তার স্ত্রীসহ রায়পুর উত্তরপাড়া একটি ভাড়া বাসায় থাকতো। তার স্ত্রী জাতীয় জুটমিলের শ্রমিক। দুপুরে রাসেলের ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এনটি