শনিবার (৬ মে) সকালে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১০টায় হিলির মধ্যবাসুদেবপুরের রাজধানীমোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন, হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুরের রাজধানীমোড়ের আতোয়ার হোসেনের স্ত্রী আঙ্গুরি বেগম (৩৮) এবং একই এলাকার আলম হোসেনের স্ত্রী চান ভানু বেগম (৪৫)। পলাতক ফেন্সি বেগম (৩৬) একই এলাকার আবু বক্কর কাটানির স্ত্রী। পলাতক হিসেবে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল শুক্রবার রাত পৌনে ১০টায় হিলি পৌরসভার মধ্যবাসুদেবপুরের রাজধানীরমোড় এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে হাতে নাতে আঙ্গুরি বেগম ও চান ভানুকে আটক করা হয়। তবে এসময় ঘটনাস্থল থেকে ফেন্সি বেগম পালিয়ে যায়।
তাদের কাছ থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরে ফেন্সি বেগমকে পলাতক দেখিয়ে আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ