পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম আকন্দ জানান, ফরিদা চার বছর ধরে গৃহকর্তা ডা. জাকির হোসেন আকন্দ ও গৃহকর্ত্রী হাসনাৎ জাহানের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
এসআই জানান, শুক্রবার (০৫ মে) রাতে চামেলীবাগ ডা. জাকির হোসেন আকন্দ এর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় জেসমিন বেগম ফরিদা (১৮) নামে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।
এদিকে মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক খান জানান, শুক্রবার রাত ২টার দিকে উত্তর মানিকনগর কুমিল্লা পট্রির ৪২/ডি নম্বর বাসার তৃতীয় তলা থেকে শাহনাজ (১৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহনাজ ভোলা সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে। শাহনাজ তার ছোট বোনকে নিয়ে ওই বাসায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
বাসার মালিক শমসের আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল শাহনাজের। ওইদিন রাতে তার বাসার সামনে প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়। ছেলেটি চলে গেলে শাহনাজ ঘরে এসে তার ছোট বোনকে বাইরের রেখে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ছোট বোন শাহনাজকে ডাকডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে চিৎকার করেন। পরে বাসার মালিক পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এজেডএস/এএটি/বিএস