গোডাউনে আগুন-ছবি: বাংলানিউজ
হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে হরমুজ আলী অ্যান্ড সন্সের দোকানের গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (৬ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. সামছুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে শহরের চৌধুরী বাজারে হরমুজ আলী অ্যান্ড সন্সের দোকানের গোডাউনে হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়েছে যায়।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।