প্রত্যক্ষদর্শীরা জানান, তৃণমূল কর্মীদের বক্তব্যের সময় সামনের চেয়ারে বসা নিয়ে মুলাদী উপজেলা ছাত্রদল ও যুবদলের মধ্যে হট্টগোল ও পরে হাতাহাতি হয়। এসময় উত্তেজিত কর্মীরা চেয়ার ছুঁড়ে মারেন।
যদিও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএনপির বরিশাল উত্তর জেলা শাখার আয়োজনে শনিবার (০৬ মে) দুপুরে বরিশাল নগরে অশ্বিনী কুমার হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা।
গত শুক্রবার (০৫ মে) সন্ধ্যায় মহানগর বিএনপির কর্মী সম্মেলনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বক্তব্য দিতে গেলে তাকে নিয়ে হট্টগোল শুরু করেন নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমএস/আরআর/জেডএস