ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

৪০ তেলবাহী জাহাজ বন্ধে বিপাকে নৌ শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
৪০ তেলবাহী জাহাজ বন্ধে বিপাকে নৌ শ্রমিকরা ৪০ তেলবাহী জাহাজ বন্ধে বিপাকে নৌ শ্রমিকরা/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: অন্যায় ও উদ্দেশ্যমূলক ভাবে বন্ধ রাখা ৪০টি তেলবাহী জাহাজের হাজারেরও বেশি শ্রমিক বিপাকে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন।

শনিবার (০৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক সমাবেশ থেকে এ কথা জানান নেতারা।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর আলম বলেন, জাতীয় ও শ্রমিক স্বার্থ উপেক্ষা করে নদী পথে জ্বালানি তেল ও পরিবহন কাজে নিয়োজিত ৪০টি জাহাজ বন্ধ করে হাজারেরও বেশি শ্রমিকদের বেকারে পরিণত করেছে, বেতন ভাতা পাওনাসহ অশান্তি ও অস্বস্তির এবং বিপাকের মধ্যে ফেলেছে।

 

সংগঠনের সভাপতি বলেন, শাহ আলম ভুঁইয়া বিপাকে পড়া শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন ও বকেয়া পরিশোধ করে দেওয়ার আহ্বান জানান।  

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলন আমাদের জন্য করছি না, আমরা আন্দোলন করছি দেশের নৌ শিল্পকে রক্ষার জন্য।  

যদি আমাদের দাবি আদায় না করা হয় কঠোর আন্দোলন গড়ে তুলবো, এ সময় শ্রমিকদের দোষ দিতে পারবেন না।

অন্যদিকে ভারত ও বাংলাদেশের কারাগারে আটক ১৬ জন নৌ শ্রমিকের অবিলম্বের মুক্তির দাবি করেন এ নৌ শ্রমিক নেতা।  

আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম ভুঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা নবি আলম মাস্টার, হাবিবুল্লাহ বাহার, আব্দুল ওহাব, আবু সাইদ, ফিরোজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।