ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশি বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
সিলেটে পুলিশি বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ মিছিল-ছবি-আবু বকর

সিলেট: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা।

শনিবার (০৬ মে) বেলা আড়াইটায় তারা এ বিক্ষোভ মিছিল করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

 

পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যায়।  

সিলেট দক্ষিণ সুরমা থানার কদমতলী বাস টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ (এসআই) রিপন দাশ বাংলানিউজকে বলেন, নেতাকর্মীরা রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করে। পুলিশ তাতে বাধা দিলে বিবাদে জড়ান নেতাকর্মীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে চার রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। তবে কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এনইউ/আরআর/অারআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।