ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
দাউদকান্দিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মো. আমির হোসেন রাজন (৩৪) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (০৬ মে) বেলা ১১টায় দাউদকান্দির পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) হক সাহেবের বাড়ির মসজিদের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহত আমির উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য। তিনি দাউদকান্দি পৌর এলাকার কাজিরকোনা গ্রামের দেলোয়ার হোসেন বেপারীর ছেলে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে আমির বাড়ি থেকে দাউদকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের শত বৎসর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রিকশাযোগে মাইজপাড়া হক সাহেবের বাড়ির মসজিদের সামনে পৌঁছালে ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত রামদা দিয়ে আমিরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।  

স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। খুনিদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।