শনিবার দুপুরে (০৬ মে) র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর র্যাবের সহকারী পরিচালক এএসপি খন্দকার গোলাম মোর্তুজা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ডোমার উপজেলার সাহাপাড়া ছোট রাউতা এলাকার মৃত অনিল চন্দ্রের ছেলে অনুপ কুমার, একই উপজেলার বসতপাড়া পূর্ব চিকনমাটি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, দক্ষিণ আমবাড়ি এলাকার সোহরাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক জানান, শুক্রবার (০৫ মে) দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ২টি দেশীয় ওয়ান শুটারগান, ২ টি দেশীয় অস্ত্র, ৩৫ বোতল ফেনসিডিল, অপরাধের কাজে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, ১৯টি সিমকার্ড, একটি সিপিইউ ও দু’টি কালার মনিটর উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে বিকাশের মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। এমনকি তারা প্রতারণায় ব্যর্থ হলে ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে লোকজনকে জিম্মি করে অর্থ আদায় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় বেশক’টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
ওএইচ/আরআই