শনিবার (০৬ মে) দুপুরে উপজেলার ওই গ্রামের শফিকুল ইসলামের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিঠুন।
মৃত মিঠুন একই উপজেলার মুংলী গ্রামের মোক্তার আলীর ছেলে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, দুপুরে শফিকুল ইসলামের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন মিঠুন। এ সময় বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ খুঁটি স্পর্শ করেন মিঠুন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপরও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্মরত চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই রাস্তায় তার (মিঠুন) মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান চারঘাট থানার এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসএস/জেডএস