ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যাই নয় তাদের সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

শনিবার (০৬ মে) সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় রাসিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, যে শিক্ষানীতি সন্তানদের কাঁধে আঠারো কেজি ওজনের ব্যাগ তুলে দেয় সেই আমদানি নির্ভর শিক্ষানীতি বাতিলের প্রয়োজন।

কেবল শিক্ষাই নয় সন্তানদের মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার জন্য তাদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

রাসিকের উদ্যোগে শিগগিরই একটি অত্যাধুনিক মানের সিটি মডেল বয়েজ অ্যান্ড গার্লস স্কুল স্থাপনের ঘোষণা দেন মেয়র।

অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৪৯ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে মেয়র শিক্ষা পদক ও একটি করে নিম গাছের চারা প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-  ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস, এশিয়ান ইউথ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. ফজলুল হক, রাসিকের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযব, কাউন্সিলর আব্দুস সোবহান লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসএস/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।