শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের জুংড়া খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিদেশি একনালা বন্দুক, বিদেশি দোনালা বন্দুক, দু’টি বিদেশি কাটা রাইফেল ও বিভিন্ন অস্ত্রের ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের রামলা উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে মো. খলিলুর শেখ ওরফে রাঙ্গা মিয়া ও একই এলাকার কালিকাপ্রসাদ গ্রামের মৃত কাওছার আলী মোল্লার ছেলে মো. নজরুল ইসলাম মোল্লা।
দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুন্দরবন এলাকায় অভিযানকালে দস্যু ‘বড় ভাই’ বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে অস্ত্র ও গুলিসহ ওই দুই দস্যুকে আটক করা হয়।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান বলেন, দস্যুদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/আরএ