ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ‘বড় ভাই’ বাহিনীর ২ দস্যু আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ৬, ২০১৭
সুন্দরবনে ‘বড় ভাই’ বাহিনীর ২ দস্যু আটক ‘বড় ভাই’ বাহিনীর ২ দস্যু আটক-ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবনে ‘বড় ভাই’ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের জুংড়া খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিদেশি একনালা বন্দুক, বিদেশি দোনালা বন্দুক, দু’টি বিদেশি কাটা রাইফেল ও বিভিন্ন অস্ত্রের ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের রামলা উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে মো. খলিলুর শেখ ওরফে রাঙ্গা মিয়া ও একই এলাকার কালিকাপ্রসাদ গ্রামের মৃত কাওছার আলী মোল্লার ছেলে মো. নজরুল ইসলাম মোল্লা।

দুপুরে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুন্দরবন এলাকায় অভিযানকালে দস্যু ‘বড় ভাই’ বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে অস্ত্র ও গুলিসহ ওই দুই দস্যুকে আটক করা হয়।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান বলেন, দস্যুদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।