শনিবার (০৬ মে) রংপুর মহানগরীর পায়রা চত্বরে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে লিফলেট প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি মঞ্জুর এলাহী (অ্যাডমিন), বশির উদ্দিন (প্রশাসন), রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সাইফুর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিআইজি বলেন, এখন জঙ্গিরা সভা সমাবেশ করতে না পারায় ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে জঙ্গিবাদের প্রসার করছে। রংপুর অঞ্চলে জেএমবি, নিউ জেএমবি এবং আল্লাহর দলের কার্যক্রম ছিলো। এখন আনসারুল্লাহ বাংলাটিমও সক্রিয় হচ্ছে। আমরা সব বিষয়ে কাজ করছি।
তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রংপুর বিভাগে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার আগে আট জেলায় প্রতি মাসে মাদক সংক্রান্ত ৭শ’ মামলা হতো। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন প্রতিমাসে ৩ হাজার ২০০ মামলা হচ্ছে।
তবে, মামলা হলেই মাদক নির্মূল হয়েছে সেটা ধরা যাবে না। পাবলিক পারসেপশন যখন বলবে মাদক ও জঙ্গি নির্মূল হয়েছে তখন আমরা ধরে নেবো যুদ্ধে সফল হয়েছি। পরে তিনি কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
ওএইচ/বিএস