ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজাপুরে আগুনে পুড়লো ৫ ঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ৬, ২০১৭
রাজাপুরে আগুনে পুড়লো ৫ ঘর রাজাপুরে আগুনে পুড়েছে ৫ ঘর-ছবি-বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে গেছে। 

শনিবার (০৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, গালুয়া ইউনিয়নের গাজী বাড়ির ফারুক গাজীর ঘরে আগুনের সূত্রপাত হয়।

আগুন পাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া ও ঝালকাঠি সদর উপজেলার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।  

তবে তার আগেই আগুনে ঘরগুলোর ভেতরের মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে।

দগ্ধ ফারুক গাজী বলেন, আগুনে নিজের ঘরসহ আশপাশের পাঁচটি ঘর পুড়ে গেছে।  

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমএস/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।