শনিবার (০৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, গালুয়া ইউনিয়নের গাজী বাড়ির ফারুক গাজীর ঘরে আগুনের সূত্রপাত হয়।
তবে তার আগেই আগুনে ঘরগুলোর ভেতরের মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে।
দগ্ধ ফারুক গাজী বলেন, আগুনে নিজের ঘরসহ আশপাশের পাঁচটি ঘর পুড়ে গেছে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমএস/আরআর/জেডএস