শনিবার (৬ মে) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত স্বপন উপজেলার ভুলতা ইউনিয়নের টোলপাড়া এলাকার আবুল মিয়ার ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে টেলাপাড়া এলাকার আবুল মিয়ার বাড়িতে থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন স্বপন। গোপন সংবাদ ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে আট পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/