ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্রীতিলতার আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
প্রীতিলতার আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে প্রীতিলতা ওয়াদ্দেদার-ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্মবাষির্কীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রীতিলতার আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে। যে মুহূর্তে মুক্তিযুদ্ধ বিরোধীরা দেশের অস্তিত্বের উপর আঘাত করছে, সেই মুহূর্তে প্রীতিলতার আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

প্রীতিলতার ১০৬তম জন্ম দিন উপলক্ষে একটি জাতীয় দৈনিকের সঙ্গে যৌথভাবে  প্রীতিলতা ট্রাস্ট জাতীয় প্রেস ক্লাবে  এ আলোচনা সভা আয়োজন করে।

আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, আমরা যখনই স্বাধীনতার কথা ভাবি, মুক্তির কথা ভাবি তখনই প্রীতিলতা এসে আমাদের সামনে দাঁড়ায়।

নদীকে উৎস থেকে বিচ্ছিন্ন করে দিলে নদী বাঁচে না। তাই আমাদের প্রীতিলতা, সূর্য সেন, খুদিরাম, কল্পনা দত্ত, মনোরোমা মাসীমার আত্মত্যাগের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। নতুন প্রজন্মের কাছে এদের আত্মত্যাগের আদর্শ তুলে ধরতে হবে। প্রীতিলতার ১০৬তম জন্মদিন উপলক্ষে সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল-ছবি: জিএম মুজিবুরযারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো, যারা স্বাধীনতা চায়নি তারা আজ সব কিছুর নিয়ন্তা হয়ে দাঁড়াচ্ছে। স্বাধীনতা আসছে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারবো। কোনো সম্প্রদায়িকতা থাকবে না এই আদর্শই ছিলো প্রীতিলতার আত্মত্যাগের মধ্যে। মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু অনেক কাজ বাকী আছে।   আমরা তাই প্রীতিলতার কাছ থেকে শিক্ষা নিতে পারি।

আলোচনা সভায় ভাষা সৈদিক রওশনারা বাচ্চু বলেন, নতুন প্রজন্মকে প্রীতিলতার মতো অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠতে হবে। ছাত্র জীবনে আমি মহাত্মা গাদ্ধী ও সুভাস বসুকে দেখেছি। গান্ধীর অহিংস আন্দোলন আমার পছন্দ হয়নি। আমি সুভাস বসুর আদর্শকে বেছে নিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন ছেলেদের সঙ্গে মেয়েরা কথা বললে ১০ টাকা জরিমানা দিতে হতো, সেই পরিস্থিতিতে ভাষা আন্দোলনে অংশ নেই, মিছিলে যাই। প্রীতিলতার আত্মত্যাগ আমাদের এই সাহস যুগিয়েছিলো।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, প্রীতিলতার আত্মত্যাগের কাছ থেকে আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে।

আলোচনা সভায় প্রীতিলতার আত্মাহতি দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান প্রীতিলতা ট্রাস্টের চেয়ারম্যান পংকজ চক্রবর্তী। তিনি বলেন, বাংলাদেশে অনেক দিবস আছে, প্রীতিলতার আত্মত্যাগের কথা স্মরণ করে এই দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরীন, সাংবাদিক নাসিমুন আরা মিনু প্রমুখ।

প্রীতিলতার জন্মবাষির্কীর এই আলোচনা সভার শুরুতেই মোমবাতি জ্বালিয়ে এবং খেলাঘরের শিশু-কিশোরদের পরিবেশনায়-আগুনের পশর মণি ছোঁয়াও প্রাণে সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভার শুরু থেকে শেষ পর্যন্ত খেলাঘরের শিশু-কিশোররা সংগীত পরিবেশন ও কবিতা আবৃতি করে প্রীতিলতাকে স্মরণ করেন।    

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
এসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।