আগুনে পুড়লো ৪ বসতঘর-ছবি: বাংলানিউজ
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আগুন লেগে দু’টি পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘণ্টা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি সাদরা লেনের বাসিন্দা কাঠ ব্যবসায়ী বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে দু’টি পরিবারের চারটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল ও পাট পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ ০৬২৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।