ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ২১ কিমি যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ২১ কিমি যানজট বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সংযোগ সড়কে ২১ কিমি যানজট-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (৮ মে) ভোর সাড়ে ৬টা থেকে এ যানজট দেখা দেয়। যানজটের কারণে সকাল সোয়া ৯টায়ও সেতুর পশ্চিম পাড় সয়দাবাদ গোলচত্বর থেকে নলকা ছাড়িয়ে প্রায় ২১ কিলোমিটার এলাকা পর্যন্ত স্থবির থাকতে দেখা যায়।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, ভোর থেকেই মহাসড়কে থেমে থেমে চলছে যানজট। তবে সাড়ে ৬টার দিকে প্রায় ১৪-১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সোয়া ৯টা নাগাদ এ যানজট প্রায় ২১ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লাইনে যানজট রয়েছে। সেতুর তিনটি ওজন স্কেলের মধ্যে একটি বা দু’টি বন্ধ রাখার কারণে পণ্যবাহী যানগুলোর দীর্ঘ লাইন পড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

তবে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান এএসআই রবিউল।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।