ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
 পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এসময় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

রোববার (৮ মে) গভীররাতে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দেশি অস্ত্র উদ্ধর করা হয়।  

গুলিবিদ্ধরা হলেন-পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রফিক মিয়া ও ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মীর কাশেমের ছেলে মিলন হোসেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গভীর রাতে বালিঘাটা এলাকায় একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ডাকাতকে পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
 
ওসি আরো জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। গুলিবিদ্ধদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ অন্তত চারটি করে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।