ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুলিশি অভিযানে ২৮ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
দিনাজপুরে পুলিশি অভিযানে ২৮ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার (০৭ মে) দিনগত গভীর রাত থেকে সোমবার (০৮ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফেরদৌস বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল, ৮৭০ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ১০ পিস অ্যাম্পোল ইনজেকশন ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পৃথক থানায় ১৬টি মামলার প্রস্ততি চলছে। এরপর তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।