ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

দুপুরে পতিসর যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
দুপুরে পতিসর যাচ্ছেন রাষ্ট্রপতি রবীন্দ্র জন্মোৎসব-২০১৭ উপলক্ষে সাজানো হয়েছে দেবেন্দ্র মঞ্চ

নওগাঁ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মোৎসবে যোগ দিতে নওগাঁর পতিসরে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার (৮ মে) দুপুর আড়াইটায় পতিসরে কবিগুরুর কাচারি বাড়ির পাশে আয়োজিত উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে তার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপসচিব ইব্রাহীম হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।

নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনূর রহমান জানান, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে পতিসরে বিশ্বকবির জমিদারীর সময়কার গ্রাম পরগনার কাচারি বাড়িতে আসবেন রাষ্ট্রপতি।

এরপর কাচারি বাড়ির পাশে দেবেন্দ্র মঞ্চে রবীন্দ্র জন্মোৎসব-২০১৭ এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হবে।  উদ্বোধন শেষে তিনি দেবেন্দ্র মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সভায় স্বাগত বক্তব্য রাখবেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপসচিব ইব্রাহীম হোসেন খান। স্মারক বক্তব্য রাখবেন অধ্যাপক
হায়াৎ মাহমুদ। এছাড়া বিষেশ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি ও
সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করবেন নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনূর রহমান।

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেবেন্দ্র মঞ্চে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন
করা হবে।  

এদিকে, কবির জন্মোৎসবকে ঘিরে পতিসর কাচারি বাড়ির আঙ্গিনায় বসেছে রবীন্দ্র ভক্তদের মিলন মেলা। দূর-দূরান্ত থেকে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত, অনুরাগী, শিল্পী, কবি-সাহিত্যিক ও গবেষকসহ সর্বস্তরের মানুষ জড়ো হয়েছেন পতিসরে।

বিকেল পৌনে ৪টার দিকে রাষ্ট্রপতির পতিসরের অনুষ্ঠানস্থল ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।