ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচলে ধীরগতি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচলে ধীরগতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট কিছুটা কমলেও ধীরগতিতে চলছে গাড়িগুলো।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ৬টা থেকে সেতুর পশ্চিম পাড় সয়দাবাদ গোলচত্বর থেকে নলকা পার হয়ে প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শুরু হয়। বেলা ১১টার পর যানজট কিছুটা কমলেও মহাসড়কে গাড়ির চাপ থাকায় ধীরগতিতে চলছে যানবাহনগুলো।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সেতুর তিনটি ওজন স্কেলের মধ্যে একটি বা দু’টি বন্ধ রাখায় ভোর থেকে পণ্যবাহী যানগুলোর দীর্ঘ লাইন পড়ে যায়। ফলে যানজটের সৃস্টি হয়। বেলা ১১টার পর জট কিছুটা কমলেও মহাসড়কে চাপ থাকায় ধীরগতিতে চলাচল করছে যানবাহনগুলো।


যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৭

আরএ

** বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ২১ কিমি যানজট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।