ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যরা

ঢাকা: রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৮ মে) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।

 

তিনি বলেন, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস। মাঝখানে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
 
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য অফিসগুলো নিজস্ব আইন অনুযায়ী, জনস্বার্থ বিবেচনা করে নিজেদের সময়সূচি নিজেরা পুনর্নির্ধারণ করে নেবে।
 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কোর্টগুলো সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তারা সময়সীমা ঠিক করবেন বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।  
 
আগামী ২৮ মে থেকে হিজরি ১৪৩৮ সালের রমজান মাস শুরু হবে। প্রতিবছরই রমজানে অফিস সময়সূচি নির্ধারণ করে সরকার।

** ব্যাংকে পরিচালকের মেয়াদ ৯ বছর, এক পরিবারের ৪ জন

** বাংলাদেশ ও মেক্সিকোর কাস্টমস সংক্রান্ত চুক্তির অনুমতি

 বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭/আপডেট: ১৫১০ ঘণ্টা
এমআইএইচ/জেডএস​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।