ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রবীন্দ্রনাথ বিশ্ববাসীর জন্য রেখে গেছেন একগুচ্ছ শুভকামনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
রবীন্দ্রনাথ বিশ্ববাসীর জন্য রেখে গেছেন একগুচ্ছ শুভকামনা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এইচ.টি ইমাম

সিরাজগঞ্জ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম বলেছেন, সাহিত্যের উপর ভর করলে রবীন্দ্রনাথকে কোনোভাবেই বাদ দেয়া যায় না। তিনি তাঁর সুর, ছন্দ, কাব্য আর সাহিত্যের মধ্য দিয়ে বিশ্ববাসীর জন্য রেখে গেছেন একগুচ্ছ শুভকামনা।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারিবাড়ী অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রবীন্দ্রনাথ তার লেখনীর মধ্য দিয়ে বাঙালির চেতনার জগতকে অনুপ্রাণিত করেছেন।

তিনি বলেন, ‘দেশবিরোধী অপশক্তি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের পাঁয়তারা করছে। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে এদের প্রতিরোধ করতে হবে। এসময় মৌলবাদ, ধর্মান্ধতা ও পঙ্কিলতার অবসান ঘটিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোহাম্মাদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-হাসিবুর রহমান স্বপন এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপিকা মেরিনা জাহান কবিতা, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।