ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

চন্দ্রিমা উদ্যানের লেকে শিশুর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ৮, ২০১৭
চন্দ্রিমা উদ্যানের লেকে শিশুর মরদেহ

ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেক থেকে আনুমানিক ১১ বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করে শেরেবাংলা পুলিশ। 

সোমবার (০৮ মে) সকাল ৯টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, লেকের পানিতে গোসল করতে এসে শিশুটি দু’একদিন আগে তলিয়ে যেতে পারে।

সকালে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাবে তার পরিচয় জানা যায়নি।

ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।