ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালি/ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার (৮ মে) সকাল ১০টায় টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. শানে আলম, ধীমান খীসা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।