রোববার (৭ মে) রাতে কোন এক সময় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তুষার সুত্রধর ওই মহল্লার সুশিল কুমার সুত্রধরের ছেলে ও স্থানীয় বানিয়াগাঁতী এস.এম স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, তুষার সুত্রধর বানিয়াগাঁতী এস.এম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
বৃহস্পতিবার (৪ মে) প্রকাশিত ফলাফলে জিপিএ-৪.০১ (এ) পেয়ে পাস করে। এ ফলাফল নিয়ে রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এতে রাগে-অভিমানে রাতের কোন এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তুষার।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ