ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের কাঠ পাচারে জড়িত ৩ কর্মকর্তাসহ বরখাস্ত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মে ৮, ২০১৭
সুন্দরবনের কাঠ পাচারে জড়িত ৩ কর্মকর্তাসহ বরখাস্ত ১২

বাগেরহাট: বাগেরহাট সংলগ্ন সুন্দরবনের কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক ঘটনায় তিন বন কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ। 

সোমবার (০৮ মে) দুপুরে সুন্দরবন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী এই বরখাস্তের খবরের সত্যতা নিশ্চিত করেন।  

সম্প্রতি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকা ও শরণখোলা রেঞ্জের গোলকুপ এলাকার গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এর প্রেক্ষিতে এপ্রিলের শেষের দিকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই কমিটির একটির প্রধান করা হয় সুন্দরবন বিভাগের খুলনা সার্কেলের উপ বন সংরক্ষক বশিরুল আল মামুনকে। অন্যটির প্রধান করা হয় শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনকে। বৃহস্পতিবার তারা তদন্ত প্রতিবেদন দেন। এর ভিত্তিতে পূর্ব সুন্দরবন বিভাগের তিন কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।  

বরখাস্তকৃত ১২ জনের মধ্যে সুন্দরবন পূর্ববন বিভাগের জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রউফ, বনপ্রহরী বিধান চন্দ্র হালদার, আলী আহম্মাদ, নৌকা চালক সুলতান হাওলাদার, শরণখোলা রেঞ্জের গোলপাতা কুপের কুপ অফিসার আমজাদ হোসেন, সহকারী কুপ অফিসার মোবারক হোসেন, বন প্রহরী হারুন অর রশিদ, আব্দুল আওয়াল, মো. বাদশা শেখ, আব্দুর রশিদ শিকদার নৌকা চালক সেলিম সরদার ও নুরুল ইসলামের নাম জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।