সোমবার (০৮ মে) দুপুরে সুন্দরবন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী এই বরখাস্তের খবরের সত্যতা নিশ্চিত করেন।
সম্প্রতি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকা ও শরণখোলা রেঞ্জের গোলকুপ এলাকার গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
বরখাস্তকৃত ১২ জনের মধ্যে সুন্দরবন পূর্ববন বিভাগের জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রউফ, বনপ্রহরী বিধান চন্দ্র হালদার, আলী আহম্মাদ, নৌকা চালক সুলতান হাওলাদার, শরণখোলা রেঞ্জের গোলপাতা কুপের কুপ অফিসার আমজাদ হোসেন, সহকারী কুপ অফিসার মোবারক হোসেন, বন প্রহরী হারুন অর রশিদ, আব্দুল আওয়াল, মো. বাদশা শেখ, আব্দুর রশিদ শিকদার নৌকা চালক সেলিম সরদার ও নুরুল ইসলামের নাম জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই