সোমবার (০৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবিতে স্লোগান দেয় ও বিক্ষোভ করে সংগঠনটির সদস্যরা।
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ হোসেন লিমন বলেন, ৪ দফা দাবিতে আমরা সারাদেশে ৮টি সরকারি ও ২০৯টি বেসরকারি ম্যাটস্ প্রতিষ্ঠান বিক্ষোভ করে যাচ্ছি।
দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ গ্রেড নিয়োগ ও ইন্টার্নশিপে ভাতা দেওয়া।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক চন্দ্র শীল বলেন, ৪ এপ্রিল আমরা ২০ দিন সময় দিয়ে এ দাবি মানার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অাহ্বান জানাই। আমাদের সঙ্গে কেউ যোগাযোগ তো করেই-নি, উল্টো ২৬ শে এপ্রিল শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে বগুড়া, বাগেরহাট, রাজশাহী, নোয়াখালীর শিক্ষার্থীদের উপর হামলা চালায় ও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যতোদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, ততোদিন আন্দোলন চলতে থাকবে।
এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স অ্যাসোসিয়শনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৮,২০১৭
এসটি/জেডএস