ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভায় রদবদলের আভাস দিলেন কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মে ৮, ২০১৭
মন্ত্রিসভায় রদবদলের আভাস দিলেন কাদের

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জোট গঠনের পর সরকার থেকে বেরিয়ে যাওয়ার আলোচনার মধ্যে মন্ত্রিসভায় রদবদলের আভাস দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (০৮ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সরকারে জাতীয় পার্টির প্রতিনিধিত্বকারীদের উঠিয়ে নেওয়া বা মন্ত্রিসভায় নতুন মুখ দেখা যাবে কি না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, দেখুন কেবিনেটের একটা ‘রিশাফল’ তো হয়ই।

হয়তো একটা হবে, অনেক দিন হয়ে গেছে। সেখানে কারা থাকবেন কারা থাকবেন না সেটা তো একান্তভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটা আমরা কেউ জানি না।

শিগগিরই রদবদল কি হচ্ছে? জানতে চাইলে মন্ত্রী বলেন, আই ডোন্ট নো, আই ডোন্ট নো এক্সাটলি। সেটা আমি জানি না। যখন হবে, চাঁদ উঠলে সবাই দেখবেন!

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।