নিহত মনোতোষ হালদার (৩২) উপজেলার বামরাইল ইউনিয়নের মুঙ্গাকাঠি গ্রামের মৃত মনিন্দ্র হালদারের ছেলে।
সোমবার (০৮ মে) সকালে বড়াকোঠা ইউনিয়নের গরিয়া এলাকার উজিরপুর ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল থেকে ধামুরাগামী একটি বাস রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মনোতোষ হালদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ সুরতহাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/জেডএস