ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মে ৮, ২০১৭
কাপ্তাইয়ে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরং ঘাট এলাকায় বাসচাপায় আবুল খায়ের মোল্লা নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই যাত্রী। 

সোমবার (০৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মোজাম্মেল হোসেন (২৬) ও বাবুল হোসেন (৫২)।

তাদের প্রথমে বড়ইছড়ি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন বাংলানিউজকে জানান, সকাল সোয়া নয়টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস কাপ্তাই থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি পথে চিৎমরং ঘাট এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আবুল খায়ের মারা যান। এসময় আহত হন অটোরিকশার অপর দুই যাত্রী।  

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।