সোমবার (০৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মোজাম্মেল হোসেন (২৬) ও বাবুল হোসেন (৫২)।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন বাংলানিউজকে জানান, সকাল সোয়া নয়টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস কাপ্তাই থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি পথে চিৎমরং ঘাট এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আবুল খায়ের মারা যান। এসময় আহত হন অটোরিকশার অপর দুই যাত্রী।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই