ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রবীন্দ্রজয়ন্তিতে বরিশাল চারুকলার দিনব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
রবীন্দ্রজয়ন্তিতে বরিশাল চারুকলার দিনব্যাপী কর্মসূচি রবীন্দ্রজন্মজয়ন্তিতে বরিশাল চারুকলার দিনব্যাপী কর্মসূচি/ছবি: বাংলানিউজ

বরিশাল: ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মজয়ন্তিতে বরিশাল চারুকলা দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার (৮ মে) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারুকলার সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস নিতাই, চন্দ্র শেখর রায় বাবুল, দিপ্তী রানী ঘোষ, সাঈদ পান্থ, তমাল রায় প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের আয়োজন করা হয়েছে চারুকলা কার্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।