সোমবার (০৮ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনার (ডিসি-উত্তর) শেখ নাজমুল আলম।
তিনি বলেন, চাঞ্চল্যকর এই ঘটনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত করে ইতোমধ্যে আসামিদের অবস্থান শনাক্ত করেছে।
আসামিদের দেশের বাহিরে পালিয়ে যাওয়ার কোনো শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল আলম বলেন, এরই মধ্যে দেশ ত্যাগ করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
বনানীতে দুই নারীকে ধর্ষণের ঘটনাটি ভিডিও করেছিল ধর্ষকরা। এরপর ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল তারা। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন দুই নারী। করেন মামলা। গত শনিবার বিকেলে বনানী থানায় হাজির হয়ে ধর্ষকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তারা। মামলার আসামিদের মধ্যে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সফিক, ড্রাইভার বিল্লাল, সাফাত আহমেদের বডিগার্ডের (অজ্ঞাত) নাম উল্লেখ করা হয়।
বনানীর সেই রেস্টুরেন্টে যা ঘটেছিলো
বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণী ঢামেকে
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসজেএ/আরআইএস/আইএ