সোমবার (৮মে) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল একই উপজেলার বাঘিল ইউনিয়নের ঢালানগুচ্ছ গ্রামের কিসমত মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সদর উপজেলার গালা এলাকার একটি ভাটা থেকে ইট ভর্তি করে একটি ট্রাক পিচুরিয়া রওনা হয়। এ সময় হঠাৎ আলাল ট্রাকের উপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বাংলানিউজকে জানান, নিহত আলালের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ