ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জের পৃথক এলাকায় উপজেলার বড়কুল ইউনিয়নের পুকুরের পানিতে ডুবে ফরিয়া (২) ও হৃদয় (৫) নামে দু’টি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের বড়কুল গ্রামে ফরিয়া এবং সকাল ১১টায় হাজিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে ডুবে হৃদয়ের মৃত্যু হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডা. মো. আউয়াল মজুমদার বাংলানিউজকে জানান, সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন।

এর মধ্যে বড়কুল গ্রামের মো. মাসুদ আলমের মেয়ে ফারিয়া বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। টের পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে, বলাখাল মিজি বাড়ির বাদশা মিজির ছেলে হৃদয় সকালে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে যায়। টের পেয়ে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।