সোমবার (৮ মে) সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের বড়কুল গ্রামে ফরিয়া এবং সকাল ১১টায় হাজিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে ডুবে হৃদয়ের মৃত্যু হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডা. মো. আউয়াল মজুমদার বাংলানিউজকে জানান, সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন।
এদিকে, বলাখাল মিজি বাড়ির বাদশা মিজির ছেলে হৃদয় সকালে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে যায়। টের পেয়ে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই