ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মে ৮, ২০১৭
চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

বরিশাল: ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে বরিশালে অর্ধবেলা অবস্থান ধর্মঘট পালন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্‌ অ্যাসোসিয়েশন।

সোমবার (০৮ মে) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এ কর্মসূচি পালন করেন ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা।

এতে বক্তব্য দেন মশিউর রহমান, আকাশ, রায়হান, রাকিবসহ  সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, উচ্চশিক্ষা, ইন্টার্ন ভাতা, মেডিকেল শিক্ষাবোর্ড গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিতে তারা কেন্দ্র ঘোষিত এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।