ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রবীন্দ্রনাথ শুধু কালের নন, মহাকালের কবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ৮, ২০১৭
রবীন্দ্রনাথ শুধু কালের নন, মহাকালের কবি

পতিসর, নওগাঁ থেকে: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকালের কবি বলে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রবীন্দ্রনাথ শুধু কালের কবি নন, তিনি মহাকালের কবি।

সোমবার (৮ মে) নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির পাশে তার ১৫৬তম জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, বাঙালির দুঃখ-বেদনা রবীন্দ্রনাথের চেয়ে আর কেউ এতো সুন্দর করে বোঝেননি।

তিনি নিজে জমিদার পরিবারের সদস্য থাকলেও ছিলেন এ ধরনের প্রভাব-প্রতিপত্তির বিরুদ্ধে। তিনি বিশ্বসভায় বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এসআই/এইচএ/

আরও খবর পড়ুন
** দুপুরে পতিসর যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।