সোমবার (০৮ মে) বেলা ১১টায় নগরের সদর রোডের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি দিনভর কর্মবিরতি পালনও করছেন।
বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ইউনিট কমিটির শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘ধান গবেষণা এলাকার বাসিন্দা রংমিস্ত্রি মো. আজাদ সিকদারকে কর্মস্থলের মালিকের ভায়রা কবির হোসেন তার সহযোগীদের নিয়ে গত ৩০ এপ্রিল দেওয়ালের সঙ্গে মাথা ঠুঁকে থেতলে দেন। চিকিৎসাধীন অবস্থায় বরিশালের শেবাচিম হাসপাতালে ০৪ মে তার মৃত্যু হয়। একজন শ্রমিককে বিনা অপরাধে এভাবে নির্মম নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির মতো দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।
মানববন্ধনের শেষ দিকে নির্মাণ শ্রমিকরা সদর রোড আটকে সড়কে বসে বিক্ষোভ করতে থাকেন। ফলে সদর রোড, কাঠপট্টি, গির্জা মহল্লাসহ বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে নির্মাণ শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে মিছিল শেষ হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/এএসআর